The basic structure of a sentence

The basic structure of a sentence

Total
0
Shares

একটি বাক্যের ব্যাসিক স্ট্রাকচার হচ্ছে

Sub + Verb + Object + Modifiers/Extension

Subject

কোন বাক্যের Subject চিনার উপায় who/what দ্বারা প্রশ্ন করলে ।

কোন বাক্যে যদি whom/what দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা Object পাব

আর যদি How, When , Where দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরাModifiers/Extension পাব ।

আমাদের সাবজেক্ট এর পজিশনে সবসময় ৪ টি জিনিস বসে

  1. Noun
  2. Pronoun
  3. Noun Phrase
  4. Noune Clause
Example

I gave him a pen

এই বাক্য থেকে আমি যদি সাবজেক্টকে চিহ্নিত করতে চাই তাহলে আমি বাক্যটিকে who দিয়ে প্রশ্ন করে দেখব –

question: Who gave him a pen ?
answer: I gave him a pen.

এইখানে who দ্বারা কুয়েচসেন করলে আমরা “I” পাচ্ছি সুতরাং এখানে “I” সাবজেক্ট ।

বিঃদ্রঃ এখানে Who হচ্ছে ব্যাক্তিবাচক , আর What হচ্ছে বস্তুবাচক সুতরাং আমরা Who দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট হিসেবে কোন ব্যাক্তি পাব আর What দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক সাবজেক্ট পাব ।

Object

কোন বাক্যকে Whom/What দ্বারা প্রশ্ন করলে Object আর অবজেক্ট সবসময় ভার্ব এর পর বসে । যেমনঃ

I give him a bag. 
sub + verb + Indirect Object + Direct Object

এইখানে আমরা যদি বাক্যকে Whom /What দিয়ে প্রশ্ন করি তাহলে তাহলে আমরা অবজেক্ট পাব । আর অবজেক্টকে আমরা সবসময় ভার্ব এর পরে খুঁজে পাব ।

এইখানে,

  • Him = Object
  • A bag = Object

আমরা সাধারনত ব্যাক্তি বাচক অবজেক্টকে Indirect Object বলা হয় আর বস্তুবাচক অবজেক্টকে Direct Object বলা হয় ।

আমরা চাইলে বাক্যটির Direct Object কে Indirect Object এর আগে বসাতে পারি তবে তাদের মাঝখানে to/for বসাতে হবে । তাহলে স্ট্রাকচারটি হবে এমন

Subject + Verb + Direct Object + To/For+ Indirect Object
I bought a bag for her . 
I give a bag to her .

Modifiers/Extension Position

Modifiers/Extension Position তিনটি যথাঃ

  1. How (Modifiers of Manner)
  2. When (Modifiers of Time)
  3. Where(Modifiers of Place)

Example :

This is a incorrect sentence

উপরের ছবির সেন্টেন্সটি মোডিফায়ার এর উপদাহরন বাট সেন্টেন্সটি Incorrect কেননা যদি কোন সেন্টেন্স এর এক এর অধিক মডিফায়ার থাকে তাহলে আমরা একটা স্ট্রাকচার অথবা অথবা একটা সিরিয়াল মেইন্টেইন করব সিরিয়াল টি হল Manner – Place – Time সংক্ষেপে মনে রাখার উদ্দেশ্যে আমরা একে MPT বলব ।

এবার যদি আমরা বাক্যটিকে সঠিক ভাবে সাজাই তাহলে নিচের নিচের ছবির মত দাঁড়াবে

This is a correct sentence

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign Up for Our Newsletters

Get notified of the best deals on our WordPress themes.

You May Also Like

Bangla 2nd Paper University Admission Short Syllabus

যেগুলো পড়তে হবে বাংলা ভাষা বাংলাভাষার বংশগত শ্রেণীবিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় ধ্বনি প্রকরণ বিপরীতার্থক শব্দ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সন্ধি বাংলা বানান রীতি ভাষারীতি রূপান্তর…
View Post

বাংলা ভাষার বংশগত শ্রেনীকরন

অনেক ভাষাবিজ্ঞানী মনে করেন প্রথম দিকে পৃথিবীতে মাত্র ২৬ টি ভাষা প্রচলন ছিল । এই ২৬ টি ভাষার মধ্যে ভারত ও ইউরোপ এর মধ্যবর্তী অঞ্চলে যে ভাষাটি প্রচলিত ছিল তার…
View Post